//বলত সে কথা অযাচিত ধন//

বলতে চাইনি কথা
এঁকে এঁকে বুঝিয়েছে মন...
জিজ্ঞাসা করলে
আরো এঁকে বুঝিয়েছে
সে যে সাধারণ।

সে এক সময় ছিল
বেশি কথা বলত সে
বললেও থামত না কোনো ক্ষণ...
বরং জবাব দিত
হাসিমুখে বলে যেত
কথা হলো জীবনের অযাচিত ধন।

কথা নিয়ে খেলত সে
নিনাদের অভিলাষে
সহজেই করত পূরণ...
নীরবতা চাইলেই
ডুব দিত কথাতেই
এই ছিল তার আচরণ।

কথা তার হারিয়েছে
রুদ্ধ হয়েছে বাক
কেন কেন কেন, জানা প্রয়োজন...
ভাগ্যের পরিহাস
নিয়ে নয় উপহাস
ভাগ্যই ঘটিয়েছে অঘটন।

বেলা শেষে রাখেনি পা
বাকি জীবনটা মাপা
দিয়েছে সে এই কাজে মন
কথার বদলে আঁকা
শব্দ সাজিয়ে রাখা
নিজের ভাবের প্রতিফলন।

সুবীর সেনগুপ্ত