//বলা নিশ্চিত অধিকার//
এখন বলার কথা নয়... তাও বলি
বলার পরেই বুঝে যাই বলা ভুল
অযথা কথার প্রতিক্রিয়াতে পড়ি
দুঃখ প্রকাশ করে পেতে চাই কূল।
যখন বলার প্রয়োজন... চুপ থাকি
চুপ থাকবার মাশুল গুনতে হয়
ভীরু কাপুরুষ কথাগুলো ছুটে আসে
তখন কী আর প্রতিবাদে যাওয়া যায়!
যখন বলার...বলব কী খুব বেশী!
কম কম বলে থামাই উচিৎ কী!
উচিৎ কিংবা অনুচিৎ আমি জানিনা
বলতে হবেই, জানা থাকে না তো বাকী!
বলি কী আমরা শুধুই বলার জন্য!
আমাদের বলা প্রয়োজনের অরণ্য
তাই যদি হয়...কোথায় বলাতে দ্বন্দ!
কম বেশী আর সময় হবে বিভিন্ন।
বিনা প্রয়োজনে সকলেই বলে থাকি
কেন বলি তার কারণ নানারকম
অযথা কথার প্রয়োজন আছে বেশ
অযথা কথার আসর সরগরম।
আজ্ঞা আদেশ সম্মতি পেলে বলা
এ কী মানা যায়! নাকি কেউ মেনে চলে!
হয়ত কখনো আদেশ মেনেই বলি
বিশেষ ক্ষেত্রে বলা নিয়মের দলে।
ইচ্ছেমতনই আমরা বলতে চাই
আমরা স্বাধীন... চাই তাই ভাবতেই
প্রয়োজন মতো মেশাই বেশী ও কম
আমরা বুদ্ধিজীবি তা বোঝাতে চাই।
সুবীর সেনগুপ্ত