//বিশ্বাস নয় সহজ বিলাস//
দিতে তুমি পারোনি ঠিক আশ্বাস
তাই তো জাগেনি মনে বিশ্বাস
বিশ্বাস আমি করতে পারিনি
পূর্ণ হয়নি তব অভিলাষ।
যায় না তো কেনা কোনো বিশ্বাস
উপহার কেউ দিতেও পারে না
রাখাও যায় না সঞ্চয় করে
কর্ম-কথায় জাগে বিশ্বাস।
যে কথা বলবে তাই শোনা হবে
যে কাজ করবে সেটাই দেখব
তাই দিয়ে পরিমাপ বিশ্বাস
নিঃশ্বাসে তার স্পর্শ শুনব।
যে কোনো জিনিস ধরা ছোঁয়া যায়
জিনিস হবেই কোনো আকারের
হাল্কা বা ভারী হবে সে জিনিস
হবে আদরের বা অপছন্দের।
প্রয়াস তোমার সে যাই হোক না
আমার মননে ঢুকতে পারেনা
যতক্ষণ না আমি সেটা নিই
ন্যায্য যুক্তি উপেক্ষা না।
মনে বিশ্বাস ঢুকে গেলে পরে
মননের মাঝে ইতিহাস গড়ে
ইতিহাসও হতে পারে বিনষ্ট
তার দায়িত্ব তোমার উপরে।
কথা আর কাজে রেখে সমন্বয়
মানুষের বিশ্বাস পাওয়া যায়
সমন্বয় হলে ভারসাম্যপূর্ণ
বিশ্বাস সর্বদা থেকে যায়।
তুমি কথা দিলে আমি তা নিলাম
সেই মতো আমি কাজ করলাম
বেসুরো গাইলে কিছুদিন পরে
ফেরত দেবই কথা ধরে ধরে।
তাড়াতাড়ি করে নেওয়া বিশ্বাস
হয়ে যাওয়া বিশ্বাসেরই দাস
ভ্রান্ত ধারণা এ তো নিশ্চিত
বিশ্বাস নয় সহজ বিলাস।
সুবীর সেনগুপ্ত