//বিশ্বাস করা, বিশ্বাসে আনা প্রয়োজন//
বিশ্বাস করি, বলতে তো পারি
প্রমাণ করব কী করে!
বিশ্বাস করি, বলতে কী হবে!
নইলে কী যাব হেরে!
শুনলাম কথা, মেনেও নিলাম
তুমি বিশ্বাস করবে!
চাইবে কী তুমি একটি প্রমাণ
যাতে বিশ্বাস ধরবে!
যে যাই বলবে, তাই বিশ্বাস
রাখতেই হবে কথা
একবার হলে কথার খেলাপ
এসে যাবে জড়তা।
যে সৎ সুশীল অপ্রগলভ
তাঁর কথা শেষ কথা
প্রতিটি কথাই বিশ্বাসে ভরা
পেয়ে যায় মান্যতা।
তোমাকে যে আমি করি বিশ্বাস
এই মনোভাব গড়েছে
গড়ে তুলতেও লেগেছে সময়
যুগ্ম প্রয়াসে হয়েছে।
অনুমোদন আর স্বীকৃতি চাই
পাওয়ার উপায় কি!
ভাবনাবিহীন কথা বলে গেলে
গ্রহণযোগ্য হবে কি!
অর্থ দিয়ে কি বিশ্বাস গড়ে!
কখনো গড়তে পারে না
বিশ্বাস গড়ে সদ্ব্যবহারে
এতে বিতর্ক আসে না।
একবার যদি ঢুকে যায় মনে
বিশ্বাসের কেউ পাত্র
তাঁকে বিশ্বাস করতে লাগে না
বিশিষ্ট কোনো সূত্র।
বিশ্বাস করা, বিশ্বাসে আনা
একাধারে প্রয়োজন
এই প্রয়োজন পূরণ হলেই
বিশ্বাস হয়ে যাবে ধন।
সুবীর সেনগুপ্ত