//বিশ্বাস আছে বিধির বিধানে//

ডাইনে ও বামে রেখে বিশ্বাস
সামনে পিছনে তাও বিশ্বাস
উপর আর নীচে বিশ্বাস নিয়ে
ও কেমন আছে, যাই খোঁজ নিয়ে।

ও যে ভালো নেই সেটা জানলাম
কেন ভালো নেই, কারণ পেলাম
বিশ্বাস তাঁকে নামিয়েছে নীচে
ও জানালো, তাই জেনেও গেলাম।

বিশ্বাস করে সব হারিয়েছে
হারিয়ে ফেলেই বিশ্বাস গেছে
এত বিশ্বাস কেন করেছিল!
এটাই ভাবার বিষয় হয়েছে

বিশ্বাস করা উচিত হবে কি!
অনুচিৎ হবে, বলা যায় নাকি?
কীসে বিশ্বাস, কেন বিশ্বাস
ঠিক বুঝে বিশ্বাস নয় ফাঁকি।

বিশ্বাস করে শ্রদ্ধা জানাব
পিতা ও মাতাকে প্রণাম করব
বিশ্বাস করে দেব না তো ঋণ
বিশ্বাস নেই, তবু খেতে দেব।

অনেকেই বলে, বিশ্বাস করো
কেন কাউকেই বিশ্বাস করা!
যদি দিতে চাই, দিয়ে দেব ঋণ
বিশ্বাস কেন করবেই তাড়া!

বিশ্বাস নয়, করব খাতির
করব শ্রদ্ধা, দিয়ে দেবো মান
রেখে দেবো বাস্তব বিশ্বাসে
সত্যের পথে হবে অভিযান।

চিকিৎসাতে আছে বিশ্বাস
বিশ্বাস শিক্ষকের উপর
দিন এবং রাত করি বিশ্বাস
কিন্তু নয় অবিশ্বাসের উপর।

আছে ভালোলাগা, আছে ভালবাসা
কামনা বাসনা আশা ও নিরাশা
এ সব থাকলে কোন ক্ষতি নেই
বিশ্বাস নিয়ে খেলব না পাশা।

বিধির বিধিতে আছে বিশ্বাস
বিশ্বাস আছে সূর্য কিরণে
শ্বাস প্রশ্বাসে চলছে জীবন
বিশ্বাস ধারা বিধির এই মনে।

সুবীর সেনগুপ্ত