//বিশ্বাস নয় দ্ব্যর্থহীন//
না যদি করতে চায়
না করুক বিশ্বাস
বিশ্বাস না করা কী হয় কোনো পাপ!
মন যখন বলছে না, বিশ্বাসে কেন ছাপ!
বিশ্বাস অবিশ্বাস
অনুভূতি ভরা শ্বাস
কী হবে ফল অন্তে, কেউ জানে নাকি!
ফল হবে পক্ষ বা বিপক্ষের ঢাকী।
কাজ করি ভেবে ভেবে
ভুল হলে ভুল হবে
সেই ভুল ঠিক করা, তাই তো উচিত
বিশ্বাস করলে কী ভুল হবে চিত!
বিশ্বাস নিঃশ্বাসে
সকলের প্রতি শ্বাসে
সকলেই রাখি বিশ্বাস নিজ নামে
বিশ্বাস সকলের নিজ নিজ ধামে।
আহারে কী বিশ্বাস!
ঘুমে কী কী বিশ্বাস!
বিশ্বাস আনবে কি ঘুম ও আহার!
তাই যদি হতো তবে আনন্দ অপার।
বিশ্বাস একার নয়
ঘোরে সব আঙিনায়
যে কেউ ইচ্ছা মতো ধরে নিতে পারে
কখনো যে বিশ্বাস লাভ আনে ঘরে।
বিশ্বাসে টেনে রাশ
সহজ হবে কি শ্বাস!
আসলে তো বিশ্বাস ধারণারই মতো
ধারণা কী হবে নাকি জীবনের ব্রত!
সুবীর সেনগুপ্ত