//বিশ্বাস করি নিঃস্বার্থের কাজ//
কিছুই লিখিনি নিজের স্বার্থে
স্বার্থে কিছুই বলিনি
স্বার্থকে টেনে আনতেই পারো
বারণ করতে পারিনি।
আমি লিখলে কী আমারই লাভ!
এ কথা কখনো ভাবিনি
কিছু তো ভেবেছি লিখবার আগে
বলছি না আমি ভাবিনি।
ভাবনাবিহীন কাজ যে হয় না
স্বীকার না করে থাকিনি
লেখা এক কাজ মেনেই নিয়েছি
কলমের সাথ ছাড়িনি।
লিখেছি কী শুধু ভালো লাগে বলে!
এ কথা মানতে পারিনি
এ ছাড়াও আছে অনেক কারণ
ভাবনা সরিয়ে রাখিনি।
স্বার্থ ছাড়া কী কাজ হয় নাকি!
হলেও সংখ্যা কম
তাও ভাবনায় কাজেতে স্বার্থ
এ কী রকম বিভ্রম!
ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি
নিঃস্বার্থের নজির
সে সব নজির বিশ্বাস করি
ব্যাতিক্রমেই স্থির।
স্বার্থ মানে কী, জানতে চেয়েছি
সংজ্ঞাটাই জটিল
এক সংজ্ঞাতে নেই সব স্বার্থ
তাই তো পাইনা মিল।
স্বার্থকে মনে রেখে যে লিখিনি
এ তো নিশ্চিত সত্য
এটাও সত্য, বহু বহু কাজে
স্বার্থ থাকেই ব্রাত্য।
স্বার্থকে মনে রাখতেই হবে
আমি খুঁজছি না দোষ
স্বার্থ কখন এবং কোথায়
জানলে নেই আপোষ।
সুবীর সেনগুপ্ত