//বিশ্বাস ঘন অরণ্য//
শত বিশ্বাস আনতে পারেনি
এই মনে হয় উচ্ছ্বাস
প্রভূত বেদনা দমাতে পারেনি
মনে জমে থাকা আশ্বাস।
শতবার বলে বোঝাতে পারিনি
যা বোঝাতে চাই কাউকে
আরও একবার বলাই অযথা
সময় নষ্ট বলাতে।
কোনো ঘটনাই হোক শতবার
কিংবা না-হোক জগতে
সেই ঘটনাও বদলে যাবেই
সময়ের ধারাপাতে।
বিস্মিত হওয়া সহজ ব্যাপার
সহজেই পারি মানতে
এর কারণ কী বলতে হবেই!
অর্থ আছেই মনেতে।
বিস্মিত হওয়া ভুল হবে নাকি!
আমার তা নয় বিশ্বাস
এই বিশ্বাসে কার আছে সায়!
জেনে কী জাগবে উচ্ছ্বাস!
কী কারণে আসে মনে উচ্ছ্বাস!
কারণের নেই ঠিকানা
এমন বলার পিছনে কারণ
উচ্ছ্বাসেও যে বেদনা।
এক বিশ্বাস নিয়ে যদি চলি
জীবন কী চলবে না!
প্রশ্ন আসবে কোন বিশ্বাস!
জানলেও মানা যাবে না।
এক বিশ্বাস যেটা আমি মানি
নিজের উপর বিশ্বাস
মম বিশ্বাস মানো বা না-মানো
করতে পারো না পরিহাস।
কী হবে বিশ্বাসের বিশ্লেষণ!
যা যা হবে সব ভিন্ন
বিশ্বাস ধারা সব আঁধারেই
বিশ্বাস ঘন অরণ্য।
শত বিশ্বাস, শত অবিশ্বাস
কোনটাতে মন শান্ত!
অঙ্গীকার যে দেওয়াই যায় না
অকারণেও তো ক্লান্ত।
সুবীর সেনগুপ্ত