//বিরহের অপেক্ষাই কাম্য//
ভালো অনুভূতি আছে পাশে পাশে
দূরে আছো, তাই পাব পাব এই ভাব
নিশ্চিত কাছে আসবে, কোথায় ভুল!
এই কারণেই বিরহে নেই অভাব।
সাথে না থাকার বিষণ্ণতা শুরুতে
বিষণ্ণতার সময় হলেই পার
ইচ্ছাতে শুধু অপেক্ষা আর অপেক্ষা
স্থির সময়ের অপেক্ষা নয় অসাড়।
পাশাপাশি থাকা, মাঝে মাঝে থাক দূরত্ব
দুরত্বেই তো মন ধরে টানাটানি
প্রেম ভালবাসা নতুন পথের দিশারী
কিছু অপেক্ষা চাওয়াকেই আমি মানি।
সুবীর সেনগুপ্ত