//বিনয়ের বিনিময়ে চাওয়া অন্যায়//

কেউ কি চাইবে কিছু
দেখিয়ে বিনয়!
বিনয়ের বিনিময়ে
চাওয়া অন্যায়।

দোকানে বাজারে গিয়ে
কিছু নিতে চাই
নিতে পারি দাম দিয়ে
নিষেধ তো নাই।

জিনিস তা যাই হোক।
দামি বা সুলভ
ইচ্ছে মতন তিনি
নেই বৈভব।

নুন ডাল ফলমূল
সবই বিক্রেয়
ইচ্ছে মতন তিনি
ভাবি যেটা শ্রেয়।

নয় বিক্রেয় হাওয়া
সাগর ও নদী
এতে সকলের ভাগ
বিধি নিরবধি।

ওই দূরে মহাকাশ
গ্রহ উপগ্রহ
এসব কেনার তরে
কার আগ্রহ।

জিনিস হলেই জানি
থাকবে আকার
হয় যদি প্রাকৃতিক
অসম ব্যাপার।

অর্জন করা মানে
কিনতে হবেই।
পেতে পারি উপহার
কেউ তা দিলেই।

আজ টাকা ব্যবহারে
অতীতে ছিল না
বিনিময়ে হয়ে যেত
সব লেনা-দেনা।

একটা জিনিস দিয়ে
আরেকটা পাওয়া
মিটে যেতো প্রয়োজন
যার যত চাওয়া।

শ্রদ্ধার বিনিময়ে
পেত নাকি চাল!
আদরের বিনিময়ে
পেতই না ডাল।

বিনয় মূল্যহীন
আছে সকলের
দিতে হবে সবাইকে
নয় হেরফের।

বিনয়ের বিনিময়ে
যেটা চাওয়া যায়
সেটা শুধুই বিনয়
আর কিছু নয়।

সুবীর সেনগুপ্ত