//বিভিন্ন প্রাণ নিয়ে বিভেদের জ্ঞান//

মানুষের গড়ে তোলা যত পথ
অন্য প্রাণী কী তাতে চলবে!
চলা দূর অস্ত, সুযোগ কোথায়!
তারা চলে জঙ্গলে, তাই হতে থাকবে।

এই পৃথিবীর বুকে বিভেদ আছেই
কবে থেকে বিভেদের হয়েছে সূচনা!
যবে থেকে প্রাণ, ঠিক সেই থেকে নাকি!
একসাথে সব প্রাণ হয়েছে কী জানা!

কৌতূহলের নেই উপসংহার
কিছু কিছু শেষ হয় যোগ্য জবাবে
কিছু তো এমন যার নেই কোনো খেই
অযথা এই অন্বেষণ কবে শেষ হবে!

মানুষ একটি জাতি আমরা মেনেছি
বহু দেশে মানুষের বিদ্যমানতা
সব্বার পরিচয়ে শুধুই মানুষ
এই যে ধারণা পেয়েছে পূর্ণতা।

কত ধরণের পাখী আকাশে বাতাসে
সব পাখী এক জাতি ভাবতে কী পারি!
আমার সামান্য জ্ঞানে নেই উত্তর
উট পাখী, শালিক কী এক জাতি ধরি!

মানুষ হয় না কভু বহু ধরণের
হলেও জন্ম কোনো অজ্ঞাত স্থানে
ঠিক তেমন হয় নাকি প্রাণীদের ক্ষেত্রে!
হয়না হয়না, সে তো সকলেই জানে।

বিধাতা গড়েছে তুলে আমাদের ধরা
তাতে প্রাণ উদ্ভিদ পাহাড় সাগর
প্রাণ মানে ভিন্ন স্বতন্ত্র ধরণের
স্রষ্টার আজ্ঞাই পাচ্ছে আদর।

সুবীর সেনগুপ্ত