//ভুল নিশ্চিত এক বিচারক//
সহজেই বলি ভুল করব না
আরও সহজে করে ফেলি ভুল
এই ভুল থেকে সহজে শিখি না
বোধহয় শেখার উৎসাহে ধূল।
কেন প্রয়োজন হয় যে বলার
'ভুল করব না' এই কথাটার!
কেন মনে আসে ভুলের ভাবনা!
কাজ কি শুধুই ভুলের আধার!
ঠিক ঠিক সব কিছু ঠিক
এই ভাবনাই খুলে দেবে দিক
ঠিক পথটাই আসবে সামনে
ভুলের সুযোগ হবে প্রান্তিক।
এ তো স্বাভাবিক কাজ দেবে চাপ
জীবন, কর্ম ছাড়া অভিশাপ
সব চাপ কেন পাবে গুরুত্ব!
যদি পেয়ে যায়, অনুভবে তাপ।
ভুল তো হবেই মানতেই হবে
বলব কি তবে ভুল করা যাবে!
কাজ করা নয় ফাজলামি করা
কাজ জীবনের সাথেই চলবে।
শেখার জন্য, ভুল হলো মূল
ভুল থেকে শেখা পেয়ে যায় কূল
ইচ্ছে করে কি কেউ ভুল করে!
জানাই ঘাটতি, ভুলের মাশুল।
ভুল খুঁজে খুঁজে দোষ দেওয়া নয়
কাজের প্রয়াসে বাধা হওয়া দায়
দিতে হয় দাও শুধুই প্রেরণা
জ্ঞানের দাতাও হতে পারা যায়।
কোন কোন ভুল করা দুষ্কর
সেই ভুলগুলো তুলবেই ঝড়
ভুল থামাতেই নানান পন্থা
সতর্কতার থাকে নানা স্তর।
ত্রুটিহীন কোন কর্ম হয় না
পরখ করার জন্য আয়না
ভুল দূরে ঠেলে করলাম ঠিক
শেষ হলো কাজ গড়লো গয়না।
যদি বলি ভুল এক শিক্ষক
হলো নাকি বলার ভুলের ধারক!
ভুল হলে নয় করা কোন ভয়
ভুল নিশ্চিত এক বিচারক।
সুবীর সেনগুপ্ত