//ভুল হতে পারে, এ তো নিশ্চিত//

'এ তো ঠিক নয়', বেশ বলে গেলে
বললে না কেন, এটা ঠিক ভুল!
কেন ঠিক নয়, বললে না কিছু
তোমার মতের বিরোধ কি ভুল!

প্রতি কাজ, প্রতি কথাতে কারণ
যোগ্য কারণই হবে উদাহরণ
মানুষের কাজ মানুষ করবে
যন্ত্রের দ্বারা হবে না সাধন।

অনেক কাজেই যন্ত্র সহায়
সে সব যন্ত্র মানুষই চালায়
যখন চালায়, থাকেই কারণ
নিজ নিজ প্রয়োজনে এটা হয়।

লিখতে যখন চাইছে এ মন
তখন কী আর চাইছে খেলতে!
কেন নেব হাতে বল আর ব্যাট!
কাগজ কলম নিয়ে নেব হাতে।

কাজে চাই এক অনাবিল মন
যেখানে ভুলের নেই কোন স্থান
করতে করতে ভুল হয়ে গেলে
ভুল ঠিক করে কাজে দেওয়া মান।

নিপুণ হাতের নিখুঁত যে কাজ
হয় নাকি ত্রুটিহীন আগাগোড়া!
আমার ধারণা, হতেই পারে না
তবে সেই কাজে স্বীকৃতি ভরা।

কাজ ধরলাম, করে ফেললাম
সেই কাজ আমি প্রতিদিন করি
জানা হয়ে গেছে সব খুঁটিনাটি
দেখতে হয় না কখনোই ঘড়ি।

হিসেবের কাজে ভুল কে মানবে!
এই কাজে ভুল গড়ে সমস্যা
এই সমস্যা নয় এলেবেলে
আনবেই জীবনে অমাবস্যা।

ইচ্ছা করেই বহু ভুল করি
কেন করি তার ব্যাখ্যা হয় না
কেউ জড়ায় না আমার এই ভুলে
কেউ দেয় না তো এই ভুলে তানা।

তড়িঘড়ি করি, ভুল হয়ে যায়
ভুল শোধরাতে সময় পালায়
যেটা শিখে নিই, তড়িঘড়ি নয়
চাই প্রতি কাজে সঠিক সময়।

ভুল দেখলে কী বলতেই পারি!
বলা সাধারণীকৃত হতেই পারে কি!
এখানেই আছে লুকিয়ে প্রশ্ন
ভুলে দায়িত্ব আমার আছে কি!

সব্বাই চাই, ভুল করব না
এটাও তো চাই, করব নিখুঁত
চাইলেই, কাজ ঠিক হবে নাকি!
তাড়া করে নাকি অদৃশ্য ভুত!

সুবীর সেনগুপ্ত