//ভূবনের বুকে অজানা বৃত্ত//
অজানিত ভাবে গড়েই চলেছি বৃত্ত
বৃত্ত সংখ্যা নিয়মিত বেড়ে চলেছে
ছোট বড় কত নানান আকারে বৃত্ত
বেঁচে থাকবার কারণে বৃত্ত গড়ছে।
বৃত্ত গড়ছি, কাগজের বুকে নয়
বৃত্ত সমূহ সব ভূবনের বুকে
শুধু আমি নই, সবাই গঠনে ব্যস্ত
বৃত্ত গড়েই থাকছি সুখে বা অসুখে।
বলাই তো যায়, জীবন এক সংগ্রাম
বলতে কি পারি সংগ্রাম শুধু গরীবের!
এই ধারণা যে নিশ্চিত ভুল, জানি
যাঁরা ধনবান, তাঁরাও অংশ যুদ্ধের।
এক রূপে নয় পরিচিত সংগ্রাম
বহু বহু রূপে সংগ্রামের অস্তিত্ব
কে কোন রূপের সঙ্গে জড়ায়, কে জানে!
কোন একটার সাথে তো হবেই জড়িত।
ঢাল তলোয়ার নিয়ে নয় সংগ্রাম
এই সংগ্রামে কেউ নয় প্রতিপক্ষ
নিজের সঙ্গে নিজেই ব্যস্ত যুদ্ধে
নিজেই করছি নিজের মন বিপক্ষ।
কেন সংগ্রাম! প্রশ্ন তো উঠে আসবেই
উত্তরে শুধু বলবো বাঁচার লড়াই
এ কেমন কথা, লড়াই বাঁচার জন্য!
লড়াই করেই প্রয়োজনগুলো মেটাই।
ঘোরাঘুরি করি প্রায় চরখির মতো
দুই প্রান্তকে মেলানোর এক চেষ্টা
চেষ্টার নেই ত্রুটি তবুও তো ব্যর্থ
ব্যর্থ, তাই তো নিবারণ নয় তেষ্টা।
জ্যামিতি শেখার সময়ে জেনেছি বৃত্ত
ছোট আর বড় বিভিন্ন সব আকারে
সেই জ্ঞান নিয়ে আজ আঁকছি না বৃত্ত
আজকের গড়া বৃত্ত বাঁচার সফরে।
পূর্বানুমান করে গড়ছে না বৃত্ত
যেমনই গড়ছে, তাই নিয়ে থাকে চিত্ত
তবুও থামে না, গড়ার নব্ প্রয়াস
গড়ে যেতে থাকে অজানা বৃত্ত নিত্য।
সুবীর সেনগুপ্ত