//ভুবন ও মন//
মনটাতো নয় একটি ভূবন
মনে অরণ্য গড়বে
দৃশ্যত নয় যদিও এই মন
তাতেই ভাবনা গড়বে|
প্রতি মন এক ভাবনার বন
বিভিন্ন সব ভাবনা
বৃক্ষের মতো প্রভূত আকার
অহরহ দেয় ধর্ণা|
ভূবন বিশাল হলেও কিন্তু
আছে নিশ্চিত সীমানা
মন কী বিশাল! ভাবতেই পারি
ভুল হবে নাকি ধারণা|
মন যে বিশাল বলতে কী দ্বিধা!
এমন হতেই পারেনা
মন কি কেবলমাত্র বিশাল!
মনের সীমানা অজানা|
মন কী চিত্ত! তাই মনে হয়
বলব না তবে আত্মা
আত্মা ও মন দুটো প্রহেলিকা
দুটোই অজানা স্বত্বা|
শুধুই গড়ে না অরণ্য ভূবনে
বহু কিছু গড়ে ওঠে
গড়ার সূচনা কে যে করেছিল!
জবাব গুপ্ত বৃত্তে|
বহু কিছু নয়, তবে কিছু গড়ে
মনের আঙিনায়
ভাবনা বিষাদ আনন্দ সুখ
মনেই গড়ে যায়|
ভূবন একটি, শুধুই একটি
এই বিবৃতি সত্য
অনেক অনেক প্রাণ এই ভূবনে
সংখ্যা নয় অনন্ত|
ভুবনের সাথে মনের তুলনা
যে কেউ করতে পারে
ক্ষতি বা লাভের প্রশ্ন ওঠে না
সহজ অধিকারে|
কবির ভাবনা কবির নিজের
যেমন সবার ভাবনা
লিখে লিখে মন খালি করে দেওয়া
পূর্ণ কবির কামনা|
সুবীর সেনগুপ্ত