//ভক্তির মান শুধু কি আধুলি!//

আমি ভালবাসি তোমাকে
আমি ভালবাসি হাওয়া
আমি ভালবাসি ফুল
করে ফেললাম সহজেই তিন উক্তি
কোন উক্তিতে আছে পুরোপুরি ভক্তি!

বিবৃতি দান সহজ ঘটনা
সব বিবৃতি খবর হয় না
আমি সাধারণ, আমার উক্তি মামুলি
এতে ভক্তির মূল্য তো এক আধুলি।

করি হাঁটাহাঁটি, দেখি লোকজন
হয় না কথার কোন প্রয়োজন
কিনতে গেলেই কথা বা উক্তি দরকার
দরাদরি, এ তো সহজাত এক ব্যাপার।

ঠিক বা বেঠিক ভক্তির মাপ
কোন উক্তি যে ফেলবেই ছাপ
উক্তি দানের আগে এইসব ভাবি না
সেই সময়ে যে ঠিক মূল্যায়ন হয় না।

মুখ খোলা মানে, শুধু কথা নয়
মুখ খুলে কিছু খেতেও তো হয়
কথা বা খাওয়ায় বিচারে যাওয়া ন্যায্য
ন্যায্য বিচার করে ফেলি, নাকি অগ্রাহ্য!

বললেই, কিছু হয়ে যায় না তো
বাস্তবে কাজ দেখাতে হবে তো
তখনই জাগবে বলা কথাতেই বিশ্বাস
তা না হলে বলা কথা করবেই নিরাশ।

কথা আর কাজে চাই সমন্বয়
এই সমন্বয় আমাদেরই দায়
এই দায় থেকে মুক্তি পেলেই মঙ্গল
আর বলা কথা কখনো হবে না দুর্বল।

শুরুতে দিয়েছি যে তিন উক্তি
কাজ নয়, এ গুলো সব আসক্তি
কি ভাবে করব প্রমাণ, ঠিক জানা নেই
সুযোগ দিলেই, প্রমাণ সামনে আনবই।

সুবীর সেনগুপ্ত