//ভদ্রতা থাক//
হেথায় হোথায় শুনতে থাকি
নূন্যতম ভদ্রতা নেই
যে মানছে তাঁর ধৈর্য্য আছে
সে তাঁর বিনয় ধরে রাখছেই।
অভদ্র কেউ কেনই হবে!
করবে কেন কেউ গালাগাল!
গাল দিলে কী পয়সা পাবে!
পেলেও কী গাল আনবে সকাল!
ভদ্র হওয়ার খুব প্রয়োজন
তাই কী আছে কর্কশতায়!
নেই যে, সেটা সবাই বুঝি
কে যেতে চায় অভদ্রতায়!
কদুক্তি করে কে হয় খুশী!
কেউ যে হয়না, বলতে কী হবে!
তাও তো করে যায় গালাগালি
কারণ খোঁজার দায় কী থাকবে!
যা জানি, সব শিখেই জানি
শেখার জন্য চাই শিক্ষক
কেউ কি শেখায় গালাগালি!
দেয় কি শেলেট আর এক চক!
সবাই শিখে যায় গালাগালি
সবাই শিখি নিজে নিজেই
অন্য বিষয় শিখতে লাগে
আর এক মানুষ, সে তা জানেই।
শিষ্টতা চাই সব ব্যবহারে
কথা বলায় এটাই তো মূল
থাক বা না-থাক প্রভূত জ্ঞান
ভদ্র ব্যবহারই তো ফুল।
নূন্যতম বা উচ্চতম
নয় যে যুক্ত ব্যবহারে
নম্র ভদ্র হতেই হবে
এর বিকল্প নেই যে ঘরে।
সুবীর সেনগুপ্ত