//ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আছে কি!//

প্রাণের থেকেও বেশি দামী হয়ে
নিয়েছ আমার ভাবনা জড়িয়ে
জানাতে পেরেছ জীবন কী নিয়ে
আমিও বুঝেছি এটাই আমার মূলধন...
আমার ভাবনা দামী কি হয়েছে!
হোক বা না হোক দাওনি সরিয়ে
ধন্য হয়েছি তোমাকেই পেয়ে
এক দান হয়ে প্রাণ হয়ে গেছে আপন।

পরস্পরের হয়েছি আপন
ঘনিষ্ঠতার এক উদাহরণ
মোহ আগ্রহে আবিষ্ট মন
মানতে পেরেছি জীবন রম্য রচনা...
আমার মতন সবার জীবন
প্রতি আগ্রহ জীবনের ধন
তাই নিয়ে হয় জীবন সাধন
সেই কারণে কি স্থায়ী জীবনের কামনা!

জানি, জীবনের স্থায়ীত্ব নেই
বহু দায়িত্বে কেন যে জড়াই!
এ সব বলার কারণ কি পাই!
অজান্তেই এই ইচ্ছাগুলোর আগমন...
কর্মে ধর্মে সব প্রশ্বাসে
তোমার উপস্থিতি নিয়ে পাশে
আনন্দ ক্ষণ সদা বিশ্বাসে
এই মুহূর্তে এতেই করছি বিচরণ।

দামী হয়ে গেছি তোমাকেই পেয়ে
তাই জানিয়েছি হাসি মুখ নিয়ে
এই হাসি থাকুক সুস্থিত হয়ে
এই জ্ঞান নিয়ে আমার এ মন পুষ্ট...
তুমি যুগিয়েছ নিয়ত প্রেরণা
সফল করতে পারছি সাধনা
এর বেশী আর কি হবে কামনা!
লাভ ক্ষতি নিয়ে মন আর নয় রুষ্ট।

এই কি প্রকৃত ভালবাসা নাকি!
বোধহয় তা হবে, বলতে পারি কি!
সুপ্রতিষ্ঠিত সংজ্ঞা আছে কি!
আরো আরো বহু প্রশ্ন ঘুকে নিয়ে বিহ্বল...
তাই তো ছেড়েছি এ সব ভাবনা
সময় ধ্বংস আর করব না
প্রসন্ন মনে বাধা গড়ব না
ভালোবাসাতেই ডুবে এই মন অবিচল।

সুবীর সেনগুপ্ত