//ভালবাসা মানে যাওয়া আর আসা//
অবশেষে কাছে এলো ভালবাসা
তৃষ্ণার্ত মন পেয়ে গেল ভাষা
সব আশাগুলো জড়ো হলো অনুভবে
এখন বলব নীরবে এবং সরবে।
সকলেই পেয়ে যায় ভালবাসা
এই ধারণাতে মম মন ঠাসা
কিন্তু তুমি কী সম ধারণায় জুড়বে!
আমার ধারণা ভ্রান্ত, তাই কী বলবে!
কেন ভালবাসা এলো দেরী করে!
এ নয় প্রশ্ন অনুযোগ করে
বিলম্ব হলেও ভালবাসা আজ কাছে
পরিতোষ নিয়ে আমার হৃদয় নাচে।
সব মন জুড়ে কেন ভালবাসা!
এ কী সাধারণ, নাকি উচ্চাশা!
এই উচ্চাশা সকলের মনে থাকে কী!
যদি থাকে তবে দূরে যেতে দেওয়া যায় কী!
নৈসর্গিক সুন্দর দেখি
আনন্দ দিয়ে মন ভরে রাখি
দৃষ্টি আড়ালে নিলে আনন্দ নেই
পাওয়া আনন্দ পারি নাকি বাঁচাতেই!
বাঁচিয়ে কী রাখা যায় আনন্দ!
পরিস্থিতির বদলে দন্দ্ব
হয়ত কিছুটা অংশ বাঁচাতে পারি
এই নিষ্পাদন হয়ে যায় উপকারী।
ভালবাসা দিতে পারে আনন্দ
দিয়ে দেয় নিয়ে যুগল ছন্দ
স্থায়ী হয় না যে, কী যে করা যায়!
সব উপায়গুলো হয় প্রতিবন্ধ।
ভালবাসা নয় অজানা অচেনা
অবিদিত হয়ে থাকে বলব না
স্থায়ী না হওয়ার কারণে গেলেই
বিহ্বলতায় মন একটানা।
ভালবাসা করে আসা আর যাওয়া
মেনে নিতে হয় ক্ষণিকের পাওয়া
এই মান্যতা দেয় না মুক্তি
যতই করিনা যুক্তিকে ধাওয়া।
সুবীর সেনগুপ্ত