//ভালো যদি লাগে, থাকবে কারণ//

আলাপ হয়নি নামও জানিনা
জানিনা বাসস্থানের ঠিকানা
কিন্তু তাঁকেই ভালো লেগে গেছে
এতেই ডুবেছে আমার ভাবনা।

ভাল লেগে গেল, এটা কেন হলো?
এই ভাবনাও মনকে জাগালো
রূপ দেখে ভালো লাগতেই পারে
তাই হয়েছে কি! মন অগোছালো।

কাছে যে থাকে না, বলা বাহুল্য
কচিত দেখার কি হবে মূল্য!
পরিচয় হলে, বলে ফেলতাম
ব্যবহার তার ছিল অতুল্য

পরিচয় করে নিলেই তো হয়
কিন্তু কি ভাবে! সেটাই বিষয়
প্রতিবেশী হলে, কড়া নাড়তাম
আলাপের সেই সুযোগ কোথায়!

পথে চলি রোজ, কিছু ভালো লাগে
বাড়ী ফিরে আসি, থাকে না দিমাগে
আবার দেখলে, মনে পড়ে যায়
জড়িয়ে ধরি কি! মনে তো হয় না।

চেতনা সজাগ, তাই ভালো লাগে
সবুজের সমারোহ ভালো লাগে
সুস্থ মানসে সরল ভাবনা
ভালো লাগানোর কাজে যায় লেগে।

আহার বিহার ক্রয় বিক্রয়
ভালোলাগা আছে সব জায়গায়
কোনো মানুষকে ভালো লাগে যদি
সেই ভালোলাগা মনে থেকে যায়।

সেদিন পেলাম এক উপহার
তুলনাবিহীন লাগলো আমার
ভালো লেগেছিল, বলতে কি হবে!
কাছে থেকে গেল, ভরলো আধার।

জড় পদার্থ সজীব হয় না
মলিন হলেও বলতে পারে না
ভালোলাগা যায় নিমিষে হারিয়ে
স্বাভাবিক হয়ে থাকে এই ঘটনা।

প্রাণীরা সজীব, থাকে জঙ্গলে
ভিন্ন জগতে তারা দলে বলে
গৃহপালিতের স্থান এই সমাজে
সদস্য হয়, ভালো লাগে বলে।

ভালো লাগলেও খুব কি আপন!
যেমন আপন আত্মীয়-স্বজন!
হয়তো কখনো মনে কাটে দাগ
ভুলেও তো যাই মানি অকপটে।

বিশ্বাসে ভালোলাগা জুড়ে গেলে
সেই ভালোলাগা দেয় আখি খুলে
ইচ্ছাও হয় করে ফেলি স্থায়ী
কিন্তু বাঁধতে চাই না সে শিকলে।

সুবীর সেনগুপ্ত