//ভাবতেই পারি আলো আর কালো দুই ভাই//
আলো জ্বলল না
কালো সরলো না
আঁধারেই ডুবে গেল মন...
আলো চাইলো না
কালো ঠেললো না
কল্পলোকেই বিচরণ।
কেন জ্বললো না!
হেতু খুঁজলো না
আঁধার যে উপভোগ্য
চাইছে এখন
আঁধারের বন
যেখানে ভাবনা যোগ্য।
আলোতে ভাবনা
হতে কি পারে না!
হতে তো পারেই, জানি...
ভাবনা আলোতে
বাস্তবে মাতে
নেই কল্পনা কাহিনী।
কাজ আলোতেই
তাই আলো চাই
আলো তপনের উত্তম...
আঁধারের বুকে
জ্বালি আলো সুখে
কাজ হয়ে যায় সুগম।
বোতাম টিপেই
আলো জেলে দিই
কৃত্রিম আলো গড়েছি...
জ্বালবো তখন
হলে প্রয়োজন
ইচ্ছাকে মান দিয়েছি।
কল্পনা চাই
আঁধারেই পাই
তাই তো জ্বালিনি আলো...
কালো না সরাতে
যাই এই পথে
কালোতে ভাবনা ভালো।
একপাশে আলো
বিপরীতে কালো
ভাবতেই পারি দুই ভাই...
দুই ভাই, তবু
একসাথে কাবু
মনে তো দুটোই পায় ঠাঁই।
সুবীর সেনগুপ্ত