//ভাবতে চাইব সংশয় সং//
সংশয় যদি হয় বিষন্ন
চাইবেই হতে ভয় এক পণ্য
প্রত্যেক কাজে ছেয়ে যাবে ভয়
জীবন হবেই ভয়ের অরণ্য।
সংশয় নয় শুধুই আমার
এও বলব না এ তো সব্বার
যদি বলি কারো নেই, সেটা ভুল
আছে সমাজেই করে অপকার।
প্রথমেই হল বিশ্ব গঠন
গড়েও উঠল গ্রহ উপগ্রহ
বহু বহু যুগ গড়ল না প্রাণ
যখন গড়ল, এসে গেল মোহ।
ভুবনের বুকে মাটি ও পাথর
আছে ফুল, নদ-নদী অরণ্য
আছে বলেই তো টিকে আছে প্রাণ
মানুষের প্রাণ হয়নি বন্য।
প্রাণ কি গড়েছে পেতে সংশয়!
তা কি করে হবে! কেউ কি বলবে!
প্রাণ তো চাইছে খুশী আনন্দ
বাঁচতে চাইছে সুখের প্রভাবে।
আমরা কি ডেকে আনি সংশয়!
সত্যি বলো তো, এ কী করা যায়!
যায় কি যায় না, আমার অজানা
তবে সেটা হয়ে যায়, মনে হয়।
ভুল হলে হোক, আবার করব
এই মনোভাব নিয়ে কাজ ধরা
ভুল তো হবেই, সেটা ভাবব না
রাখব না কাজ কখনো অধরা।
জীবনের অরি ভয় সংশয়
শত্রুকে কেন করা নিমন্ত্রণ!
দূরে আছে, আর সেখানেই থাক
কাছে এসে গেলে, করব নিধন।
সংশয় নিয়ে বাঁচা অভিশাপ
এটা মেনে নিলে নেই কোন পাপ
ভাবতে চাইব সংশয় সং
তা হলেই কাজে আসবে না চাপ।
সুবীর সেনগুপ্ত