//ভাবনায় লাভ, নয় অন্যায়//

কাছে লাভ ও দুরে ক্ষতি
উল্টোটা হয় যদি
হতে পারে হতে পারে হতে পারে
লাভ ক্ষতি অস্থায়ী নড়বড়ে।

কামনায় শুধু লাভ
লাভের সঙ্গে ভাব
তবে কি ক্ষতির কোন সাথী নেই!
ক্ষতির কি সাথী নই আমরা সবাই!

আগে লাভ পরে ক্ষতি
পরে লাভ আগে ক্ষতি
এই যে দ্বন্দ্ব তার কি যে সমাধান!
সব মনে সমাধান, চাই কি প্রমাণ!

লাভ ভালো ক্ষতি নয়
ক্ষতিতে আনন্দ ক্ষয়
তবু কেন অজান্তে করে ফেলি ক্ষতি!
ক্ষতি হয়, তাও রাখি সুগঠিত নীতি।

সূর্য উঠলে লাভ
সূর্য ডুবলে লাভ
অরণ্য নদ নদী লাভেরই প্রতীক
এ সবের অধিকার খুব স্বাভাবিক।

লাভ হলো, ভাবি ক্ষতি
অবিদিত দুর্গতি
ধ্যুর ধ্যুর, এরকম হতে পারে নাকি!
অনেক হয় না, কিছু হয় বৈ কি।

নানা ধরনের মন
ভাবনাও অগণন
রকমারি ভাবনায় লাভ ক্ষতি ভিন্ন
সবাই চাইছে শুধু লাভের অরণ্য।

কাজের শুরুর আগে
সব মনে লাভ জাগে
কখনো সেই উত্থান হয় না প্রকট
অবচেতনের মাঝে লাভের জগত।

হাত যদি পুড়ে যায়
বলব কি লাভ হয়!
আমায় পাগল ভেবে কেন উপহাস!
যাঁরা বলে তাঁরা ইতিবাচকের দাস।

যে যাই বলুক না
লাভ আমি ছাড়ব না
কেউ কি ছাড়বে নাকি লাভের জীবন!
লাভ ভুলে থাকলে, অবশ্য মরণ।

সুবীর সেনগুপ্ত