//ভাবনা লুকানো যায়//
রেখেই দিয়েছি লুকিয়ে
বলব না কথা এ নিয়ে।
লুকিয়ে রেখেছি কারণে
রাখতেও হবে স্মরণে।
জানাব না তাই লুকনো
দেখাব না তাই সরানো।
কী রেখেছি আমি লুকিয়ে!
বশ করা যায় যা দিয়ে।
মানুষ বা কোন প্রাণী
নয় অচল ফুলদানি।
নিজের স্থানান্তরন
লাগে না কোন সাধন।
তবে সাধন তো চাই
জীবনের পথে চলতেই।
সকলে সাধন চাইছে
আর এই চাওয়া মানছে।
সাধন অনেক একই
আলাদাও হয় দেখি।
তার মানে হলো এই
জীবনের পথ আলাদাই।
আলাদা সাধনগুলো
বিশেষ বলাই ভালো।
বিশেষ লুকিয়ে রাখি
এরকম হয় নাকি!
সাধন লুকিয়ে রাখা
মনে দিতে হবে ঢাকা।
লুকানো হয়না স্থায়ী
অসফলে সেই দায়ী।
আমি আছি যে ভুবনে
তুমিও তো সেইখানে।
লুকানো কি নিজ ঘরে!
যা নিজের অধিকারে।
বিচ্ছিন্ন কি হতে পারে!
সে সুযোগ নড়বড়ে।
সাধন লুকানো যাবে
গুরুত্ব না দিলে হবে।
আর এক উপায় আছে
ফেলে দিলে নেই কাছে।
লুকিয়ে রাখাই যায়
যা যা আসে ভাবনায়।
ভাবনা আকারহীন
তবে নয় প্রাণহীন।
প্রাণের মাঝে যে মন
সেখানে ভাবনা বন।
যে বন শুধুই নিজের
হয় না তা অপরের।
ভাবনা লুকিয়ে রাখি
সকলেই কিছু ঢাকি।
ভাবনাই অতুলন
লুকিয়ে রাখবে মন।
সুবীর সেনগুপ্ত