//ভাবনা কেবল বেশ বেশ বেশ//
বেশ তো ছিল
বেশ তো আছে...
বেশ তো থাকবে
সেই একই ধাঁচে...
বেশ থাকবার
তাঁর দরকার...
তাই বেশ নিয়ে
করে করবার...
বেশ তাঁর মন
শুধুই স্বপন...
বেশ ভাবনায়
থাকে নিমগন...
বেশ তাঁর আশা
বেশ তাঁর নেশা...
যাই দ্যাখে বেশ
বেশ পরিভাষা…
বেশ থাকে মনে
প্রতিটি জীবনে...
কেউ বেশ ধরে
কেউ রাখে দূরে...
কী এর কারণ!
জানে সব মন...
জানলে কি হবে
নেই যে স্বভাবে...
তাই সব কালো
জ্বলে না যে আলো...
আমি কি করব
বেশ কী ছাড়ব!
ছাড়ব না বেশ
এতেই আবেশ...
এটাই খুঁজেছি
আর পেয়ে গেছি...
ভাবনা কেবল
বেশ বেশ বেশ...
বেশ যে আমার
জনমের দেশ।
সুবীর সেনগুপ্ত