//ভাবনা-চিন্তা মুক্ত অবাধ//

কী প্রয়োজন ছিল আমার চিৎকার করে বলি
আমার ভাবনা দাওনা আমাকে ভাবতে!
কেউ কী ভাবতে দিয়েছেই বাধা!
কেউ কী পারবে জানাতে!

ভাব থেকে হয় উদ্ভব যত ভাবনার
ভাব আমার আর ভাব সকলের
ভাব সাথে নিয়ে চলা মানুষের
ভাবনার সাথে নেই যোগ অভাবের।

ভাবনা চিন্তা মুক্ত অবাধ, নয় কি!
এতে প্রতিবাদ কেউ করবে না
কারণ, তাতে যে ফল আসবে না
সবাই করবে নিজ ভাবনার তদারকি।

ভাবনা কোথায়! সবার মননে
যে যাঁর মতন রাখবে যতনে
জানালেই তবে কেউ তা জানবে
নতুবা থাকবে লুকনো গোপনে।

ভাবনা ও মন রুপহীন হয়ে
স্থায়ী হয়ে আছে প্রতিটি শরীরে
কার্যকলাপ কী ভাবে চালাবে
কখনো কি তাই জানা যেতে পারে!

মন একটাই, অসংখ্য ভাবনা
কেন অসংখ্য! কার আছে ধারণা!
ভাবনার চেয়ে কি বেশী আপন!
চাইলে জবাব, বোকা কি হব না!

থামানো যায় না, থামানো যাবে না
ভাবনা স্বকীয় আত্ম চেতনা
অংশগ্রহণ ভাবলেই ভুল
একাকীত্বেই ভাবনা সাধনা।

অযথা কী চিৎকার করা চলে!
ব্যর্থ হলেই, অছিলার দলে
ভুল ভেবে ভেবে সব ভুল করি
তার দোষ শুধু আমারই দখলে।

সুবীর সেনগুপ্ত