//ভাবের উদঘাটন//
তোমার সঙ্গে যুদ্ধে যাবো না
বিরুদ্ধতার পথ ধরব না
শুদ্ধ কথায় মন ভেজাব না
আমি যা করব, তোমাকে ভাবাবে নিত্য
ভাবনার থেকে হয়ত জাগবে চিত্ত।
যেমন তোমাকে শত্রু ভাবি না
বন্ধু ভেবেও চলতে পারি না
সাধারণ সাথী, তাও মানছি না
তবে কেন আমি তোমাকে নিয়েই লিখছি!
নাকি কল্পনা কবিতাতে ধরে রাখছি!
লেখার কারণ থাকতে কী হবে!
এমন ভাবলে, ভুল হয়ে যাবে
যখন তখন লেখা অনুভবে
তাতে বাস্তব আর আছে কল্পনা
কোন প্রকরণে কার লেখা, নেই জানা।
পরিচয় পরিচিতি ও আলাপ
হলে বা জানলে, মনে রাখে ছাপ
নয় আশীর্বাদ বা অভিশাপ
কোনো পরিচয় মনে আনে আলোড়ন
এই আলোড়ন পাল্টাতে পারে আচরণ।
লিখছি তো আমি তোমাকে নিয়েই
পরিচয় আছে, এ তো মানবেই
নাও যদি মানো, কিছু ভাববেই
ভাবতে ভাবতে হতে পারো অপদস্থ
তার ফলে তব মন হবে অবিন্যস্ত।
আজকের দিনে আমি যা ভাবছ
সেদিন তা ছিল ভিন্ন, মানছি
সময়ের পরিবর্তনে আছি
সকলেই এই নিয়মের অনুগামী
জ্ঞানে অজ্ঞানে এ নিয়ম অতি দামী।
জ্বেলে ছিল আলো তোমার ধারণা
আজ এত কালো যায় না তো চেনা
এতে কই তব সুচারু ভাবনা!
আজ নও তুমি বন্ধু বা সাথী অন্তরে
এর জন্য কী নও তুমি দায়ী হরেদরে!
সুবীর সেনগুপ্ত