//বেশীর ব্যাখ্যা ধাক্কাই দেয়//
তুমি বলো কম
আমি বলি বেশী
আরম্ভ হয় তর্কাতর্কি
ফলাফলগুলো সব থাকে দূরে
বাড়তেই থাকে শুধু রেষারেষি।
কম হয় বেশী
বেশী হয় কম...
উলোট পালট
অনেক রকম...
কী যে কম, আর কী যে হয় বেশী
কলহের ধারা সব একপেশী।
এক হলে কম
দুই হলে বেশী...
দুই কম হলে
তিন হয় বেশী...
সবই হয় কম, সবই হয় বেশী
তাই তো দেখছি দিবা আর নিশি।
তোমার যা বেশী
আমার তা কম...
বেশী কম নিয়ে
শীতল গরম...
কে কেমন ভাবে যায় ধারণায়
বুঝতে চাওয়াই হয়ে যায় দায়।
বেশীর ব্যাখ্যা
দিচ্ছে ধাক্কা...
কম তা তো নয়
শান্তই রয়...
কেন যে আমরা কম ছেড়ে বেশী চাই!
আমরা কী চাই, শান্তি থাক দূরেই!
বেশী আর কম
গোলক ধাঁধাঁয়...
এই গোলকেই
ঘুরে দিন যায়...
ভাবতে পারিনা কম এর ভিতরে ঢুকতে
আমরা কী লোভী, স্বার্থপরের দলেতে!
সুবীর সেনগুপ্ত