//বীরভূমে সকলেই বীর কেন নয়!//
বীরভূম হবে সেই এক ভূমি
যেখানে থাকবে বীর
শুধু কেষ্টই বীর কেন হবে!
সকলেই হবে বীর|
বীর এর অর্থ কী হবে ভাবছি
যুদ্ধে দেখাবে সাহস!
যুদ্ধ তো নেই, তবে কী দেখাবে
শুধুই দুঃসাহস!
বহুসংখ্যক লোকেরই বাস
বীরভূম জেলাতে
শুধু কেষ্টর নাম নিয়ে কেন
বসেছি কবিতা লিখতে!
লোকে বলে, আর কাগজেও দেখি
সেখানে দাপট কেষ্টর
বীরভূমে তার কথা শেষ কথা
পুলিশ ভয়েই থরথর||
কেষ্টর আছে রাজনীতি যোগ
আমরা জানি সবাই
তার কথাতেই চলে বীরভূম
বিরোধ কিচ্ছু নেই|
কেন লিখব না তাকে নিয়ে, বলো
লেখার রশদ অনন্ত
তাঁর যে পাচক, সেও কোটিপতি
অভাবনীয় সম্পদ|
কিছু পছন্দ হলেই তো হলো
কেষ্টর সেটা চাই
চালের মিল বা কোনো ভালো গাড়ী
তাকে দিতে হবে ভাই|
এত ক্ষমতার মালিক ছিল না
কোনো রাজত্বে রাজা
কেষ্টকে ভয় কে না পায়, বলো
ওই হলো মহারাজা|
তার বিপক্ষে যে যেত সে খেত
গাঁজার একটা কেস
শিব ঠাকুরের আপন দেশে
এই ছিল সন্দেশ|
না সে বিধায়ক, না সে সংসদ
কিন্তু ক্ষমতা অপার
লাল আলো তাঁর গাড়ীর উপরে
পুলিশ পাহারা জোরদার|
কেষ্টর সাথে যে গেছেই জুড়ে
প্রত্যেকে আজ ধনী
তাঁরা আছে নাকি খুব শান্তিতে!
বলা দুষ্কর, জানি|
লিখতে তো পারি অনেক কিছুই
প্রায় সকলেই জানে
ভাবছি কী হবে আরো আগে গিয়ে
তাই সব্বার মনে|
সুবীর সেনগুপ্ত