// বাস্তব, শান্ত ও অশান্ত//
সাগরের অশান্ত ঢেউ
মনের না দেখা চঞ্চলতা
থেমে যায় সময়ের সাথে
ফিরে আসে ঠিক প্রসন্নতা।
ফুলের গন্ধ আনে খুশী
প্রকৃতির সুন্দরতায় মুখর
আঁধারের গভীরতায় তন্ময়
কর্মের নেই কোনো অবসর।
আকাশের অনন্ত নীড়ে
অগণিত নক্ষত্রের ঝিলমিল
কল্পনায় সব কিছু সুন্দর
বাস্তবে হয়ে যায় গরমিল।
রাজপথে সারাদিন কলরব
মাঝ রাত্রিতে পথ নির্জন
শুধু সময়ের অপেক্ষাতে
কখন রবির হবে আগমণ।
শান্ত সমুদ্রের স্থির জল
থেমে থাকা সময়ের মতো
হঠাৎ স্তব্ধ সব গতিবিধি
মৃত্যুর কাছে হই নত।
সুবীর সেনগুপ্ত