//আত্মীয় কেন হয়ে যায় পর!//
কী সে হতে পারে আমার জন্য!
শত্রু হলে কী হবে নগণ্য!
যদি হয়ে যায় সে এক মিত্র
ধরে নেব নাকি সে এক রত্ন!
সে এক মানুষ, শুধু জানি তাই
এর থেকে বেশী কিছু জানা নাই
তাঁকে যে দেখেছি, এ কথা সত্য
জানা শেষ নয় শুধু দেখলেই।
কখনো বা যদি হয় পরিচয়
আলাপের পরে কথা হতে থাকে
সেও জেনে যাবে, আমিও জানব
পরস্পরের ভাব কোন ঝাঁকে।
নিকটে এসেই হয় পরিচয়
পরিচয় শেষে দূরে যেতে হয়
আবার নিকটে আসার প্রশ্ন
পরস্পরের ইচ্ছে ধারায়।
জন্ম সূত্রে নয় কাছাকাছি
তাঁকে নিয়ে কেন হবে নাচানাচি!
হয়ত হবে না, হয়ত বা হবে
সময় জানাবে কোন পথে আছি।
যাঁরা আত্মীয় আছে সংজ্ঞায়
তাঁরা নিশ্চিত কম সংখ্যায়
অনাত্মীয়ের ভীড় চারিদিকে
তাঁরা কেউ নেই মনের কোণায়।
অনাত্মীয়রা হবে আত্মীয়
যাঁরা আত্মীয় হয়ে যাবে পর
এরকম হয়, তাই তো লিখছি
কোনো আপত্তি পাবে না কদর।
পর কাছাকাছি, পর দূরে দূরে
আত্মীয় হতে নিশ্চয়ই পারে
কোন পর হবে কার আত্মীয়!
আগাম জানিনা, জানব কী করে!
সাথী হয়ে যায় কিছু সময়ের
বন্ধুও হয় কিছু সুযোগের
সহজেই হয়ে যায় ক্ষণস্থায়ী
বন্ধু বা সাথী সব অবসরের!
কেউ হয়ে গেলে প্রকৃত বন্ধু
হয়ে যেতে পারে সেই আত্মীয়
হওয়ার পিছনে থাকে দুই মন
উভয়ে জানবে কী যে করণীয়।
কী হতে পারব পরের জন্য!
এ নিয়ে সময় ভাবনা কী দেয়!
এই কারণে কী পর থাকে পর!
যাঁরা আত্মীয়, পর হয়ে যায়।
সুবীর সেনগুপ্ত