//আশ্বাস নাকি প্রেরণা//

রাখা ছিল এক পাশে আশ্বাস
আর এক পাশে ছিল বিশ্বাস
কার আশ্বাস, সেটা তো জানতে পারিনি
না জানা, তাই তো আশ্বাস নিতে পারিনি।

বিশ্বাস, আমি নিজেই রেখেছি
ইচ্ছামতন কাজে লাগিয়েছি
নিজু বিশ্বাস নিজেকেই ঢেকে রেখেছে
এতে নেই কোনো সংশয়, মন জেনেছে।

আশ্বাস নিয়ে যতই ভাবছি
ভাবনা ততই জড়িয়ে ফেলেছি
কেউ না দিলে কি আশ্বাস পেতে পারি!
জোর করে নিলে, সে তো অন্যায় ভারী।

নিজেকেও দিতে হয় আশ্বাস
সব্বার থাকে এই অভিলাষ
আশ্বাস নিয়ে হাতে কাজ নিই, করে ফেলি
কাজ হাতে নিতে করতে হয় না ঠেলাঠেলি।

আশ্বাস চাই, এ তো নিশ্চিত
আশ্বাস হয় জীবনের ভিত
আশ্বাস পাই, বহু আশ্বাস আড়ালে
আশ্বাস নিয়ে জীবন সহজে চলে।

আর‌ এক শব্দ সকলেই জানি
সেই শব্দই প্রেরণা, তা মানি
আশ্বাস আর প্রেরণা কি এক হবে!
এক ভাবলে কি বলা ভুল হয়ে যাবে!

শিক্ষাদাতার পাই আশ্বাস
প্রতিযোগী হয়ে আগে ফেলি শ্বাস
সফলতা পাই প্রেরণাকে করে সঞ্চয়
আশ্বাস আর প্রেরণা কী তবে এক নয়!

সুযোগ পেলেই আশ্বাস দেব
আশ্বাস দিতে ভয় কেন পাবো!
কারণ, জানি যে আছে আশ্বাস বল
আশ্বাস থেকে উপকার নয় ছল।

সুবীর সেনগুপ্ত