//আশা নয় দামী//
রোজ রোজ শুনি
শুনে আশা বুনি...
রোজ রোজ দেখি
আশা ধরে রাখি...
যত আশা জাগে
প্রায় সবই ভাঙ্গে...
দেখা আর শোনা
হয়ে যাক নোনা...
তা হলে কী করি
শুধু দেখি ঘরি...
আশা চাই না তো
দেয় শুধু ক্ষত...
আশা বড় হলে
ক্ষত যায় জ্বলে...
কী করে যে ছাড়ি
আশা ভুরিভুরি...
বেয়াদব আশা
জেঁকে ধরে বাসা...
আশা খুব ভালো
যদি হয় তুলো...
সাদা সাদা সব
নেই কলরব...
কষ্ট দেয় না
ভারীও হয় না...
আশা ভারী নাকি!
তাই শুনে থাকি...
হয় না হালকা!
ভাবি একা একা...
হয় নিশ্চয়ই
জেনেছিও তাই...
আশা যে কামনা
শেখাতে হবে না...
ছোট কামনাই
ধরে রেখে দিই...
বড় হয়ে গেলে
দিই ছুঁড়ে ফেলে...
ছোট ছোট আশা
হারায় না দিশা...
বড় আশাগুলো
সব অগোছালো...
শান্ত জীবনে
খেদ নেই মনে...
আশা কম কম
সব অনুপম...
এভাবে চলছে
সময় ঢলছে...
এই উপলব্ধি
দিয়েছে বুদ্ধি...
খুব খুশী আমি
আশা নয় দামী।
সুবীর সেনগুপ্ত