//আসা বা না আসা নির্ণয়ে তালি//
সকলে আসবে
তা কী বলা যায়!
কেউ আসবে না
বলা ঠিক নয়
কে আসবে আর কে আসবে না
আসলে পরেই হয়ে যায় জানা।
নিমন্ত্রিতদের সূচী গড়ে নিয়ে
করেছি নিমন্ত্রণ
উপস্থিতের জানব সংখ্যা
করেই অভিবাদন।
আমার খুশী ও আমার ইচ্ছা
পূরণ করতে এই সদিচ্ছা
এই আয়োজনে সঁপেই দিয়েছি মন
আশা নিয়ে আছি সবাই আসুক
এসে হাসিমুখে কিছু তো বলুক
আমিও হাসব, সফলতা পাবে আয়োজন।
কারো আহ্বান
আর কেউ আহূত
কেউ আসবে না
হয়ে অনাহুত
নিয়মের হেরফের হলেও তা কদাচিৎ
তা হলেও, বিনোদনকারী হবেনা চিৎ।
যে দেবেই ডাক, দেবে তো কারণে
কখনো সেটাও হয় অকারণে
যাঁদের ডেকেছে, তাঁরাই আসবে
কেউ না আসলে, থাকে তার মানে।
অকারণে ডাক
হইনা অবাক
কারণ, সে ডাকে গড়ে ওঠে নব প্রেরণা
যেমন আড্ডা, ঠিক তেমনই কামনা।
আসর হবেনা একদম খালি
গুড়ে কিচকিচ করবে না বালি
যে ডাকতে চায়, ডাকতে থাকুক
আসা বা না - আসা নির্ণয়ে তালি।
সুবীর সেনগুপ্ত