//আপন করার পরিকল্পনা হাস্যকর//
আপন করার পরিকল্পনা হয় কী!
যে করতে চায়, করার কারণ থাকে কী!
থাকতে পারে কি এতে কোনো অভিসন্ধি!
যদি থাকে সেই অভিসন্ধিকে জানা যায় কী?
যে আপন হবে বলপূর্বক হবে না
আপন হওয়ার থাকে নাকি ভাবনা!
মনে হয়, এই বিষয়ে ভাবনা কৃত্রিম
কিন্তু আমার এ নিয়ে ভাবনা থামেনা।
দেখেছি চোখের সামনে হতে আপন
নিশ্চিত থাকে এই ঘটনায় কোনো কারণ
কোনো একজন হলো আপন আরেকজনের
একাধারে দুই মনে খেলা করে একই ভাবন।
কত কত লোক চোখের সামনে আসছে
বহু বহু লোক রূপে আমায় ভোলাচ্ছে
যদি ভাবি তাঁরা সবাই হোক আপন
কেন মত্ততা আমায় এ পথে টানছে!
ও আপন হলে খুব ভালো হয়ে যেত
অসফল হয়ে ভাবনার থেকে বিরত
কারণ খুঁজিনি, খোঁজার ইচ্ছা হয়নি
এমন কারণ হতেই পারে না ব্রত।
আপন যে হয়, সে নয় অপরিচিত
পরিচিত হয়ে কথোপকথনে রত
ক্রমশ গভীরে পরস্পরের মন
আকর্ষণের টানে হয় অভিভূত।
আপন করার ঘটনা ঘটাতে হয় না
যে আপন হবে সে না হয়েও থাকে না
আর যে করবে আপন, সেও তো উদগ্রীব
দুটো মন মিলে মিশে যেতে বাধা পায় না।
মা বাবা আপন, আপন আমার ভাই বোন
তাঁদের আপন করার নেই তো প্রয়োজন
কখনো তাঁরাও সম্পর্ককে ভেঙ্গে দেয়
এ তো বাস্তব, নয় ভুলে ভরা দর্পণ।
ভাগ বিভক্ত, এ কী একি মানুষের নেশা!
কাটাকুটি করা হবে নাকি কারো পেশা!
আমার অধিক জ্ঞান নেই, নেই উত্তর
আমার মনেও আপন করার অন্বেষা।
সুবীর সেনগুপ্ত