//আনন্দে হোক নয়ন সিক্ত//
সর্বদা যদি সিক্ত নয়ন
হতেই পারে না সুস্থ জীবন
তবে কেন করা নয়ন সিক্ত!
রাখলেই হয় শুষ্ক নয়ন।
কি উপায়ে রাখা শুষ্ক নয়ন!
এটি লাগে নাকি নির্দিষ্ট সাধন
তা যে নেই সে তো সব্বাই জানে
থাকলে কি আর ভিজে যেত নয়ন!
মন ভিজলেই নয়ন ভিজবে
এ কথা সকলে মানতে চাইবে
জল দিয়ে মন ভেজানো যায় না
কথা দিয়ে মন সহজে ভিজবে।
অনেক কিছুই বলি অনায়াসে
করতে গেলেই বাধা বিন্যাসে
সব শেষ হয়ে যায় না বলাতে
সব শেষ হবে কাজের পরশে।
আঘাত পেলেই নয়ন সিক্ত
আঘাত দিতেই কে হয় ব্যস্ত!
স্বার্থের সাথে সবই যে যুক্ত
বাঁচাবে সবাই নিজের স্বার্থ।
শরীরে আঘাত পেলে ব্যথা পাই
ব্যথায় কাঁদি কি! হয়ত বা তাই
ব্যথায় কষ্ট হওয়া স্বাভাবিক
কষ্ট এবং কান্না কী ভাই!
শরীরের ব্যথা মুক্ত করতে
আছে চিকিৎসা যা হয় লাগাতে
শুধু সময়ের কিছু অপেক্ষা
মুক্তিও পাই এই ব্যথা হতে।
একবার মনে লাগলে আঘাত
এই আঘাত দেয় আজীবন সাথ
বহুদিন পরে এই আঘাত থেকে
বেদনার আবির্ভাব হয় হঠাৎ।
অতি আনন্দে সিক্ত নয়ন
এ তো নয় কক্ষনো অকারণ
সিক্ত নয়নে খুশি ঝরে পড়ে
সিক্ততা করে নিই আলিঙ্গন।
রাখতেই হবে জীবন সজাগ
মেনে নিতে হবে বহু ভুল দাগ
যারা খল তারা খুঁজবে সুযোগ
তারা শুধু চায় মন হোক ভাগ।
পাওয়ার আশাতে ছাড় দিতে হবে
তাহলেই মন খুশিতে ভাসবে
সিক্ত হবে না কখনো নয়ন
রিক্ততা মন ছেড়ে চলে যাবে।
সুবীর সেনগুপ্ত