//আমরা সবাই এক এক প্রতিযোগী//

জয় পরাজয় নিয়ে কেন এত চিন্তা!
এর থেকেই তো চলে আসে প্রতিযোগীতা।

প্রতিদিন থাকে জীবন খেলায় মত্ত
কাঁদায় হাসায় জয় পরাজয় চিত্ত।

প্রতিটি কাজেই প্রতিযোগীতার স্পর্শ
এভাবে কেটেছে শত শত কত বর্ষ।

ভোরবেলা উঠে কেন করা হাঁটাহাঁটি!
শরীরের সাথে লড়াই করতে খাঁটি।

একটার পরে একটা প্রশ্ন জাগছে
জীবন কি তবে প্রতিযোগীতায় ভাসছে!

আবার করব, ভালো করে আমি বুঝবো
নিজের সাথেই প্রতিযোগীতায় ঢুকব।

এর উদাহরণ অনেক অনেক জীবনে
একটু ভাবলে বোঝা যায় এর মানে।

আমার জিনিস আমি বুঝে শুনে কিনছি
এতে কার সাথে প্রতিযোগীতায় নামছি!

যেটা কিনলাম, তাতে ভরল না মন
কিনে আনলাম আবার সেই সাধন।

প্রতিযোগীতার দুই পক্ষই আমি
হার আর জিৎ এখানে হয় না দামী।

প্রেমিক চাইছে ভালোবাসা প্রেমিকার
মন জিতলেই পেয়ে যাবে পুরস্কার।

অন্য কেউ তো সেই প্রেমিকাকে চাইছে
তাঁর সাথে প্রতিযোগীতায় নামতে হচ্ছে।

পেশায় ঢুকলে, সামনেই প্রতিযোগীতা
না হতে চাইলে প্রতিযোগী, নেই ব্যথা।

লেখাপড়া করে দিতে হবে পরীক্ষা
এ কী নয় এক প্রতিযোগীতার দীক্ষা!

সকলেই প্রতিযোগী, তাই মনে হয়
থাকতে পারে না ভুল এই ধারণায়।

প্রতিযোগী হলে হবেই প্রতিদ্বন্দ্বী
কখনোই করা নয় তাঁর সাথে সন্ধি।

হতে কি হবেই রোজ রোজ প্রতিযোগী!
হয়ত তা নয়, তাও এতে ভোগাভুগী।

সাধু সন্ন্যাসী তাঁরাও কী প্রতিযোগী!
এটাও সত্য, যদিও তাঁরাই যোগী।

সকলেই জুড়ে যাবে প্রতিযোগীতায়
মানা বা না মানা, নিজ নিজ সংজ্ঞায়।

সুবীর সেনগুপ্ত