//আমি শুধু আমি//
আমি কি স্বপ্ন, কিংবা আয়না
সৎসাহসের আড়ালে গয়না
সহজ সরল সৃষ্টির মাঝে
জটিলতা খুঁজে মন হারাই না!
আমি কি বিদায় বেলার কান্না
বিষাদ জড়িয়ে অজানা ঝরনা
জেগে থাকি নিয়ে শুধু ব্যর্থতা
পুনঃ প্রয়াসে নতুন প্রেরণা!
আমি কি নিশীথ, কিংবা যামিনী
জমাট কালোতে আর এক রজনী
তপনের মাঝে বপন করি রতন
সেই রত্নেই খুঁজি কী নতুন সরণী!
আমি কি বিশাল বৃক্ষে বৃক্ষে পত্র
সবুজের মাঝে গমন যত্রতত্র
কিচিরমিচির করা পাখীদের সাথী
নিতে চাই নাকি এই জীবন অন্যত্র!
আমি কি শুধুই এক সাধারণ প্রাণ
অনেক আশার মাঝে নেই সন্মান
যেমন তেমন চলুক এই জীবন
বুঝেছি কী আমি অন্তে সব সমান!
আমি তো আসলে কেবলই এক মন
যার সহায়তা নিয়েই কাজ সাধন
কর্ম দিয়েই করি মনটাকে তুষ্ট
এই সমস্ত জীবনের দর্শন।
সুবীর সেনগুপ্ত