//আমি যদি কাক হয়ে যাই//
আমি যদি কাক হয়ে যাই
করবে নাকি ঘেন্না!
করবে, কারণ জানো না যে
আমি মানুষ আর না|
যখন ছিলাম আমি মানুষ
মর্যাদা দিয়ে রাখতে
মরন বরণ করার পরে
যায়নি সময় ভুলতে|
প্রাণ না থাকলে মর্যাদা কই!
কদর পায় না নিষ্প্রাণ
কিন্তু কাকের আছে তো প্রাণ
তবুও নেই সন্মান|
শুধুই মানুষ পাবে কদর
নয় আর কোনো প্রাণী
কে দেয় কদর! সে তো মানুষ
মানুষের মনমানি|
কাকের জীবন বোঝে কাকই
বাড়ায় সে তার মান
মানুষ দেবে মান সন্মান!
চায় না তো সেই দান|
সুবীর সেনগুপ্ত