//আদর অনন্য//
অনাদরে ক্ষতি হতে পারে নাকি!
আদর পেলে কী লাভ শুধু লাভ!
দুটোতেই লাভ ক্ষতি হতে পারে
তবে আদরেই লাভের প্রভাব|
আদরের প্রয়োজন অনুভবে
নেই অনাদরে সেই প্রয়োজন
যদি অনাদর করি অনুভব
বিষণ্ণতায় ভরে যায় মন|
আদর পেয়েও তৃপ্ত না হলে
বলব কী তবে হয়ে গেল ক্ষতি!
ক্ষতি নয়, তবে অতৃপ্তি ভাবাবে
একটু তো শ্লথ হয়ে যাবে গতি|
প্রেরণার এক উৎস আদর
আছে আরো আরো অনেক উৎস
কিন্তু আদর খুবই অনন্য
এর মান্যতা দিয়েছে বিশ্ব|
স্নেহ অনুরাগ এবং আদর
সব মনে হয় একটাই দলে
আর এক দলে প্রেম ভালবাসা
মানুষ থাকতে চায় দুই দলে|
আদরে বাঁদর, সবাই শুনেছি
বড়রা কী হয় আদরে বাঁদর!
আদরে বাঁদর হয় ছোটরাই
বড়রা তো চায় অনেক আদর|
আদর কী উদ্দীপনার উৎস!
ভাবনা বোধহয় হবেই সঠিক
প্রকৃত আদরে খুশী উদ্ভাবন
পারেনা যা হতে কখনো অলীক|
আদরের প্রতি তীব্র বাসনা
সব মানুষের, তা নয় অজানা
আদরেই লাভ, এ তো নিশ্চিত
অনাদরে ক্ষতি! বলতে পারিনা|
সুবীর সেনগুপ্ত