//আদর//
ভাবনাতে এলো আদরের পথ
জনার ইচ্ছা সে পথ কোথায়
খুঁজতে খুঁজতে ভাঙে বিশ্বাস
বোধহয় সে পথ নেই এ ধরায়।
পুস্তকে নেই যার বিবরণ
প্রশ্ন করলে লোক শুধু হাঁসে
কী করে করব রহস্য ভেদ!
করতে পারি না, দৃষ্টি আকাশে।
আমার ইচ্ছা উদ্ভট নাকি!
পূরণ না হলে, এটাই বলব
নিশ্চয়ই আছে আদরের পথ
খুঁজব খুঁজব, আবার খুঁজব।
অতি আদরের সাথেই জন্ম
আমার তোমার, আর সকলের
আদরের সাথে লালন পালন
কোনো স্থান নেই অস্বীকারের।
শৈশবে পাই সবাই আদর
অত না হলেও কৈশোরে পাই
তারপরে থেমে যায় কী আদর!
থামে না, এ কথা সবার জানাই।
আদর যদি না আসে কারো থেকে
নিজেই নিজেকে করব আদর
তাতে পাবো নাকি পূর্ণ তৃপ্তি!
অল্প তো পাবো, তারই কদর।
হতে পারে নাকি আদরের দাবী!
কেন যে হবে না, সেইটাই ভাবি
যৌবনে এসে যে আদর চাই
তাতে কী থাকে না অলিখিত দাবী!
শর্ত বা দরাদরি কিছু নেই
যে করতে চায়, সেই তো করবে
করবে তো তাঁকে, নিতে আগ্রহী
দুই পক্ষের সায় হতে হবে।
বিনাশর্তের আদর থেকেই
হয়ে যায় পুলকের আগমন
মনে জেগে ওঠে প্রভূত প্রেরণা
ছুটে চলে মন, ছোটেও জীবন।
সুবীর সেনগুপ্ত