//আদেশ এবং নির্দেশ//
আদেশ ছিল না, ছিল না তো অনুরোধ
যা কিছু করেছি, তাতে লাগিয়েছি
আমার নিজের বোধ।
কে আদেশ দেবে! কেউ নেই পাশে
আর অনুরোধ, তাই প্রযোজ্য
এই ভাবনাই শ্বাসে।
ছিল তো আদেশ, সাথে নির্দেশ
যখন ছিলাম শিশু ও কিশোর
পরিণত হয়ে সব শেষ।
আদেশ দেওয়ার কার অধিকার!
তালিকায় শিক্ষক অভিবাবক
এই মত হবে সবার।
নির্দেশ নয় আদেশের মতো
আসে নির্দেশ অনেক কারণে
চলছেও অবিরত।
পরিণত হওয়া মানে যৌবন
তখনই শুরু নিজের জীবন
আদেশ হয় নির্জন।
এ সময় চাই অন্য কাউকে
যে শুধু দিয়ে দেবেই আদেশ
তাও দেবে খুশী মেখে।
যৌবন সে তো রঙীন সময়
কেউ ঘনিষ্ঠ হোক মন চায়
নয় কোনো অনুনয়।
ভৃত্যকে দিয়ে দিই তো আদেশ
ঘনিষ্ঠতার তাতে নেই ঘ্রাণ
যাতে শর্তের থাকে রেশ।
আদেশের সাথে ক্ষমতার যোগ
মানতেই হয় প্রায় সকলকে
কেউ কী করেই অভিযোগ!
আদেশ এদেশে, আদেশ ওদেশে
নির্দেশ একই ধারাতেই চলে
একই ধারাতেই পরিবেশ।
আদেশ এবং নির্দেশ নিয়ে
জীবন চলছে এক পথ দিয়ে
অন্তিমে যায় হারিয়ে।
সুবীর সেনগুপ্ত