//আদেশ চাই না, চাই অনুরোধ//

যে জানে আদেশ হবেই পালন
সে দেয় আদেশ, ভেবেই আপন
যখন তখন দিলেই আদেশ
সেই আদেশ পাবে অমনোনয়ন।

ফাই ফরমাশ খাটার জন্য
কেউ রাখবে না বাড়িতে সৈন্য
যার প্রয়োজন রাখবে চাকর
আদেশ মেনেই হবে সে ধন্য।

স্বাধীন দেশের নাগরিক হয়ে
প্রতিটি শরীরে স্বাধীনতা ছেয়ে
আদেশ মানতে কে যে উৎসুক!
আছে সে কোথায়, কোন আশ্রয়ে!

আছেই নিয়ম, দেশের মাটিতে
আলাদা নিয়ম প্রতিটি বাড়ীতে
কঠিন নিয়মে সামরিক বল
আদেশের ছোঁয়া প্রতিটি স্থানেতে

অভিভাবকের দেওয়া যে আদেশ
থেকে যায় সেই আদেশের রেশ
সুস্থ ভাবনা দিয়ে যে আদেশ
সে আদেশ হবে প্রকৃত নিবেশ।

আদেশ দিচ্ছে রোজ বিচারক
আর এই আদেশ বাধ্যতামূলক
যে আদেশ সরকারি দপ্তরে
তা নয় আদেশ, এ তো নির্দেশ।

অর্জন করা যাই অধিকার
সেই অধিকারে আদেশ সাকার
অধিকার হলে অজানা অচেনা
নেই প্রয়োজন আদেশ দেওয়ার।

যাঁকে বলা হলো তার জানা আছে
তাকে এই কাজ করতে হবেই
আদেশ দেওয়ার প্রয়োজন নেই
শুধু আবেদনে কাজ হয়ে যাবেই।

হুকুম আদেশ কিংবা আজ্ঞা
এসব নিয়ে কি জনতা প্রজ্ঞা
আবেদন নিবেদন অনুরোধ
হোক না এসব সব প্রতিজ্ঞা।

কাউকে মানাতে কি চাই বলতো!
উচিত কথাই চাই অবিরত
আদেশ একটা সাধন মানলে
দিলেই আদেশ, মাথা হবে নত।

সুবীর সেনগুপ্ত