//আবার গড়ব দুজনে মিলেই এক দল//

কত কিছু ছিল আমার বলার
সব বলতেও পারিনি
এত আগে তুমি দূরে চলে যাবে
তার আঁচ আমি পাইনি।

যা বলার ছিল হয়েছে তুচ্ছ
আনতে ভুলেছি ফুল এক গুচ্ছ
কথায় কথায় যাওয়া হারিয়েছে
খুনসুটি করা খুশি ফুরিয়েছে
দুঃখের মাঝে খুঁজতে থাকছি আনন্দ
দুঃখই ধরে রেখেছে আমার ছন্দ।

কাপুরুষ নই, তাই বেঁচে আছি
তোমার প্রভাব বাঁচিয়ে রাখছি
থামবে না এই চলা তাড়াতাড়ি
অপেক্ষাতেই দিতে হবে পাড়ি
এ ছাড়া তো আর কিচ্ছু করার নেই
সময় যাচ্ছে আগে শুধু ভেবে তোমাকেই।

দূরে বহু দূরে তুমি চলে গেছ
এটাই সত্যি মানাতে পেরেছ
সব কিছু আছে নিজ নিজ স্থানে
শুধু তুমি নেই আমার বাগানে
জীবনের এই পরীক্ষা নয় সামান্য
সফল হব কি হব না, সে কথা অন্য।

আমিও তো যাব দূরে ছেড়ে ভূমি
সেই দূরে নাকি যেখানেই তুমি!
জানতে পারিনা, শুধু অনুমান
জানার জন্য মন আনচান
কোনো ভাবে তুমি জানাতে কী পারবে!
জানলে আমার প্রয়াস সচল হবে।

যা হবে না জানি, তাও আসে মনে
কারণ তুমি যে আমার স্মরণে
এই স্মৃতি স্থায়ী, কভু মুছবে না
কোনো প্রচেষ্টা সফল হবে না
এখন জীবন এই স্মৃতি নিয়ে চঞ্চল
আবার গড়ব দুজন মিলেই এক দল।

সুবীর সেনগুপ্ত