//আবালবৃদ্ধবনিতাকে হবে চাইতে//
যা পেতে চাই কিভাবে যে পাওয়া যাবে
নিশ্চিতভাবে এ তো ভাবতেই হবে
শুধু কি ভাবনা যথেষ্ট পথ পেতে,!
তা যে নয় সেটা সকলেই পারে বুঝতে।
চাওয়ার ধরনে আঁকাবাঁকা বহু পথ
করবে পূরন কোন পথ মনোরথ!
এগোনো যাবে না করে করে অনুমান
কিছু সূত্রই দিতে পারে সমাধান।
কোথায় সূত্র! সকলেই সেটা চাই
সূত্র পেতেই ভাবনাতে যেতে চাই
ভাবনাতে এনে ন্যায়সঙ্গত যুক্তি
সূত্র খোজার থেকে পেয়ে যাই মুক্তি।
আমার চাওয়াতে তোমার দখল নেই
তুমি কি চাইছ তা আমার জানা নেই
চাওয়া প্রতিদিন সকলের কাছে স্পষ্ট
এ তো সাধারণ, না পেলেই মন রুষ্ট।
চাইবো না আমি, ভাবলাম দৃঢ় মনে
এটা মেনেই তো অসুবিধা এলো সামনে
এই অসুবিধা তাড়াতে আমি যে ব্যর্থ
তবে কি চাওয়াই প্রতি জীবনে যথার্থ!
সুশীল সমাজে সুস্থ জীবন রাখতে
আবালবৃদ্ধবণনিতাকে হবে চাইতে
চাইছি জিনিস পদার্থ আর সম্ভার
প্রতি জিনিসের পাচ্ছি রূপ আকার।
চাওয়াহীন পাওয়া তোমার আমার জন্য
ভাবনা বিহীন এমন পাওয়া অনন্য
সকলে সহজে পাচ্ছি উচিত আবহাওয়া
কোনো সূত্রকে করতে হয় না ধাওয়া।
কামনা বাসনা বাঁচিয়ে রেখেছে প্রাণ
এ সব নিয়েই আমাদের মান অভিমান
চাওয়া আর পাওয়া ছিল জীবনের সঙ্গে
এ দুটো নিয়েই জীবন চলেছে রঙ্গে।
সুবীর সেনগুপ্ত