//আর কোনো ডাকে অযথা দিও না সাড়া//
কিছু লিখেছিলে
কিছু বলেছিলে...
চোখ পড়েছিল
কান শুনেছিল...
শোনা ও পড়ায় ছিল না সামঞ্জস্য
দিয়েছিলে কিছু বিশ্লেষণ যা রহস্য।
কাছে এসেছিলে
দূরে থেকেছিলে...
মন দিয়েছিলে
মন নিয়েছিলে...
তবুও কোথাও ছিল কিছু অনুপস্থিত
বাক্যালাপেও সমাধান হয়েছিল চিত।
নিতে পেরেছিলে
দিতে চেয়েছিলে...
বেশী নিয়েছিলে
কম দিয়েছিলে...
কখনো করতে পারোনি মনস্থির
তোমার চেতনা সদাই ছিল অধীর।
কী যে ভেবেছিলে
দাওনি তো বলে...
কী যে গুনেছিলে
নিজ করতলে...
কিছু যে ঘটতে চলেছে, ছিল আন্দাজ
চলে গ্যাছো রেখে অসম্পূর্ণ সব কাজ।
স্মৃতিতে অতীত
গাইছিও গীত...
আনন্দ রহিত
সুখ কদাচিৎ
মেনেই নিয়েছি জীবনের এই ধারা
আর কোনো ডাকে অযথা দিও না সাড়া।
সুবীর সেনগুপ্ত