আর এক জন্ম
পরজন্মের ঠিকানা কী হবে!
এই চিন্তায় আছি আমি ডুবে
সত্যি কী হবে আর এক জন্ম!
জানিনা, কেউ কী জানাতে পারবে।
পরজনমের কিছুই জানি না
এই জন্মের সব কিছু জানি
বোধহয় বলাটা ভুল হয়ে গেল
জীবনটাই যে অজানা সরণী।
আর এক জন্ম যদিও বা পাই
সেটা জানবার উপায় তো নাই
জাতিস্মরের কথা শুনে থাকি
খুঁজতে গেলেই অসফল হই।
সকলে জাতিস্মর তো হয় না
কোটি কোটিতেও একটা থাকেনা
জানার জন্য খবরে ভরসা
কপালে থাকলে, হয়ে যায় জানা।
আবার এক দেহ ধারণ করেই
নতুন জন্মে হাসি থৈ থৈ
হয়ত তা ঘটে প্রতিটি জীবনে
ঘটলেও, সেটা জানা যায় কৈ!
যে যাঁর ধর্মে রাখে বিশ্বাস
ধর্মগ্রন্থে লেখারই দাস
তাই তো সকলে মানতে পারে না
আর এক জন্মে থাকে না তো আশ।
প্রমাণ দেওয়ার চেষ্টা হয়েছে
কিছুটা সফল অনেকে হয়েছে
স্থায়ী প্রমাণের অভাব থেকেই
বিশ্বাসে বহু ফাটল ধরেছে।
কী মানব আর কী যে মানব না
দ্বিতীয় জন্ম হয় কী হয় না
এই প্রশ্নকে নিয়ে বেঁচে আছি
জীবন থাকতে জবাব পাবো না।
সুবীর সেনগুপ্ত