//আলো ঝলমল কালো জমকালো//

কী ভাবে করব সকলের ভালো!
ক্ষণে ক্ষণে যদি ভাবনায় কালো
ভালো করবার আছে অভিরুচি
হবে সম্ভব যদি হই আলো।

ঢাকার জন্য কালো যথাযথ
সাদা পুরোপুরি ঢাকতে পারে না
যেই ঢাকা হল কালো ছেয়ে গেল
ঢাকা খুলে দিলে আলোর বন্যা।

কালো কি আলোর ঠিক বিপরীত!
আলোর প্রতিমুখে তো আঁধার
আঁধারে যা পাই সে তো শুধু কালো
কালো ও আঁধার একই ব্যাপার।

কালো কি সাদার ঠিক বিপরীত!
এটাই স্বীকার করতেই হয়
এতে প্রতিবাদ করবে না কেউ
কালো সাদা ছেয়ে থাকে ভাবনায়।

আমি যদি হয়ে যাই শুধু কালো
কারো ভালো করা হবে কি কঠিন!
কী দেবো জবাব নিজেই জানি না
ইচ্ছা মরে না, সেটা যে স্বাধীন।

কালোই শ্রেষ্ঠ, অনেকেই বলে
আলো ঝলমল, দেখি মন খুলে
তুলনায় যেতে চাই না তো আমি
রাখতে যে চাই দুটোই কবলে।

আলো আর কালো মেলাই মেশাই
ছায়া উপচ্ছায়া নিয়ে খেলা করি
পাই প্রতিবিম্ব এবং বিম্ব
খুশী আনন্দ যেটা পাই ধরি।

অভিজ্ঞতার থেকে শিখে গেছি
ভালো করবার শিক্ষা পেয়েছি
আলো আর কালো তা সে যাই হোক
সুযোগ পেলেই ভালো করে গেছি।

সুবীর সেনগুপ্ত