ছোট্ট যখন ছিলাম আমি
হইত যখন পানি,
ভেলা একটা বানিয়ে দিত
আমার প্রিয় নানি।
ভেলায় চড়ে ঘুরতাম আমি
কৃত্রিম মহা সাগর,
ইচ্ছে জাগত ঘুরে আসি
চোখ যায় যদ্দুর।
নানার কড়া আদেশ ছিলো
যেও না তুমি দুরে,
অল্প করে চারপাশটা
এসো তুমি ঘুরে।
মনটা তখন হইত খারাফ
এমন আদেশ শুনে,
বিষন্ন মনে আসতাম ঘুরে
নানার কথা মেনে।
কিন্তু আজ মুক্ত আমি
বাধা দেওয়ার নেই কেউ,
তবুও কেনো!ছোট্ট বেলার আনন্দ
মনে তুলে না ঢেউ।