আমি লাখো শব্দে, হাজারো ছন্দে,কোঠি
অক্ষরে কিছু লিখতে চাই,
আমি বুকের ভেতর,চাপা থাকা কান্না গুলো লেখনির
মাধ্যমে প্রকাশ করতে চাই,
আমি হাজারো মায়ের ছেলে হারা আর্তনাদের
কথা লিখতে চাই,
আমি হাজারো নারীর আত্বসম্মান হারানোর প্রতিবাদ করতে চাই।
কিন্তু পারি না।।।।
কেন পারি না? আমি যে আজ অদৃশ্য শিকলে
বাধা,আমার কলম যে আজ নিজ ইচ্চায় লিখতে
চাইলেও পারে না লিখতে,। আমি আজ নিস্তব্ধ
পাথর,আমি আজ নির্বাক,
আমি আজ সুধু চেয়ে আছি স্বাধীনতার দিকে,
আমি মনে মনে ভাবি আমরা হয়েছিলাম স্বাধীন ৭১
সালে,
আজ যা সুধু খুঁজে পাই বইয়ের পাতায় আর বীর
গাজী সেনাদের মুখে।